Search
Close this search box.
Search
Close this search box.

সালমান খানের কারাদণ্ডাদেশ স্থগিত

salmanগাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা মামলায় বলিউডের প্রভাবশালী অভিনেতা সালমান খানের কারাদণ্ডাদেশ স্থগিত করেছে মুম্বাই হাইকোর্ট। একইসঙ্গে আদালতে হাজির হয়ে তাকে জামিন নিতে বলেছেন বিচারক।

শুক্রবার দুপুরে সালমান খানের জামিনের মেয়াদ বাড়ানোর আবেদনের শুনানি শেষে সালমান খানের সাজা স্থগিত
করে মুম্বাই হাইকোর্ট।

chardike-ad

এ শুনানিতে আদালতে উপস্থিত ছিলেন সালমানের ভাই আরবাজ খান, বোন আলভিরা, ম্যানেজার রেশমা এবং সালমানের পারিবারিক বন্ধু বাবা সিদ্দিক।

প্রসঙ্গত, গাড়ি চাপা দিয়ে মানুষ হত্যা মামলায় গত বুধবার সালমান খানকে ৫ বছরের কারাদণ্ড দেয় মুম্বাইয়ের একটি আদালত। এর আগে, এক যুগেরও বেশি সময় পর বুধবারই ওই আদালত সালমান খানকে দোষী সাব্যস্ত করে।

সেদিনই বোম্বে হাইকোর্টে জামিনের আবেদন জানান সালমানের আইনজীবী। হাইকোর্ট সালমানের দু’দিনের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে।

এদিকে, গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন জামিনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেন রাজ ঠাকরের নের্তৃত্বাধীন মহানির্বাণ সেনা।