বিসিকে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্ণামেন্ট’২০১৫ এ সংউরি ক্রিকেট টিমকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে খোয়াংজু ক্রিকেট টিম। আজ আনসানের জুছি মাঠে অনুষ্টিত ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে খোয়াংজু নির্ধারিত ২০ ওভারে ৬উইকেট হারিয়ে ২০২রান করে। খোয়াংজুর পক্ষে আমিনুল ৪১ এবং অপু ২২রান করেন। জবাবে ব্যাট করতে নেমে ১৫.২ ওভার খেলে মাত্র ৯৭ রানে অলআউট হয়ে সংউরি ক্রিকেট টিম। আল আমিন ২৩ রান এবং নজরুল ১৪ রান করেন। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সংউরির অপু।
আজকে মাঠে বসে ফাইনাল উপভোগ করেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স খন্দকার মাসুদুল আলম, প্রথম সচিব জনাব জাহিদুল ইসলাম ভুইয়া, বিসিকে সভাপতি আবুবকর সিদ্দিক রানা, সাধারণ সম্পাদক এম এন ইসলাম, বিসিকে ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজক কমিটির নেতৃবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগামী ১৭ মে বাংলাদেশ উৎসবে বিজয়ীদের মধ্যে পুরস্কার দেওয়া হবে।






































