Search
Close this search box.
Search
Close this search box.

এসএসসির ফল প্রকাশ ৩০ মে

sscআগামি ৩০ মে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান।

chardike-ad

শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার ফল ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হবে। দুপুর ১টায় মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন করা হবে।

এরপর শিক্ষা প্রতিষ্ঠানের নোটিস বোর্ড, শিক্ষাবোর্ডের ওয়েবসাইট এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে ফলাফল জানা যাবে।

উল্লেখ্য, রাজনৈতিক অস্থিরতার কারণে এবারের এসএসসি পরীক্ষা সময়মত শেষ হয়নি।

গত ২৮শে মার্চ শেষ হয়েছিল এসএসসির সাধারণ ৮ বোর্ডের পরীক্ষা। আর মাদরাসা বোর্ডের পরীক্ষা শেষ হয় ৩রা এপ্রিল।

সারা দেশে গত ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আটটি বোর্ডের অধীনে মাধ্যমিকে ১১ লাখ ১২ হাজার ৫৯১, মাদরাসা বোর্ডের অধীনে দাখিলে ২ লাখ ৫৬ হাজার ৩৮০ এবং এসএসসি ভোকেশনালে (কারিগরি) এক লাখ ১০ হাজার ২৯৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।