Search
Close this search box.
Search
Close this search box.

সরকার পুণর্গঠনে সরকার এবং বিরোধীদলের ঐক্যমত

অনলাইন প্রতিবেদক, ১৯ মার্চ, ২০১৩:

সরকার পুণর্গঠনের সরকারী পরিকল্পনায় ঐক্যমত দিয়েছে কোরিয়ার বিরোধী দল ডেমোক্রেটিক ইউনাইটেড পার্টি। সরকার পুণর্গঠনের জন্য পার্ক সরকার ইতিমধ্যে সংসদে বিল প্রস্তাব করেছে। বিরোধীদল এসব প্রস্তাবে ঐক্যমত দেওয়ায় বিল পাশে আর কোন বাধা রইল না।

chardike-ad

দুইদলের মতামতের ভিত্তিতে মিডিয়াকে নিরপেক্ষ রাখার জন্য টিভি সিস্টেম অপারেটর কর্তৃপক্ষকে মিনিষ্ট্রি অব ফিউচার ক্রিয়েশন এন্ড সাইয়েন্সএ ন্যস্ত করা হয়েছে। মিডিয়াকে নিরপেক্ষ রাখার জন্য একটি সংসদীয় কমিঠি গঠন করা হয়েছে, যার প্রধান করা হয়েছে বিরোধী দলের একজন সদস্যকে।সরকারী দল এবং বিরোধী দলের সমন্বয়ে গঠিত সংসদীয় কমিঠির বৈঠকে কোরিয়া কমিউনিকেশন কমিশন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বও ভাগ করে দেওয়া হয়।

পার্ক সরকার ক্ষমতায় নেওয়ার পর সংস্কারের ব্যাপারে ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এরই অংশ হিসেবে ক্ষমতাসীন সেনুরি পার্টি সরকার বিভিন্ন প্রতিষ্টান পুণর্গঠনের প্রস্তাব দেয়।