সোমবার । জুলাই ১৪, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ফিচার ২১ মে ২০১৫, ৩:৪৮ অপরাহ্ন
শেয়ার

পৃথিবীর যত আজব খাবার!


বেঁচে থাকার তাগিদেই মানুষকে খেতে হয়। পৃথিবীতে রয়েছে নানা রকম খাবার। কিন্তু আজ আপনাদেরকে এমন এক আজব খাবারের সাথে পরিচয় করিয়ে দেবো, যা শুধু আপনাদের হতবাকই করবে না বরং চিন্তায় ফেলে দেবে, সত্যি মানুষ এগুলো খায়? তবে চলুন আর দেরি না করে পরিচয় করিয়ে দেয়া যাক অদ্ভুত সেসব খাবারের সাথে।
 


Roastedratsইঁদুরের রোস্ট:

ভিয়েতনামের রাস্তাঘাটে এরকমভাবে ফ্রাই করে রাখা  ইঁদুরের রোষ্ট পাবেন। যা তাদের কাছে বেশ প্রিয় খাবার।

 

 

 


Frogjuiceব্যাঙের জুস:

অনেক ফলের জুসতো খেয়েছেন, এবার রয়েছে আপনাদের জন্য ব্যাঙের জুস। পেরুতে আপনি অতি সহজেই এই জুস পাবেন।  বলা হয় ব্যাঙের জুস কাম উদ্দীপনাতে সহায়ক।

 

 

 


Babysnakes-eatunfertilizedসাপের অনিষিক্ত বাচ্চা:

তাইওয়ানে আপনি পাবেন সাপের অনিষিক্ত বাচ্চা, মানে যে বাচ্চা এখনও ডিম ফুটে বের হয়নি কিন্তু ডিমের মধ্যে সাপের বাচ্চা আছে। বলা হয় এগুলো স্বাস্থ্যের জন্য বেশ উপকারি!

 

 

 


Dogeat-thetesticlesগরু এবং কুকুরের অণ্ডকোষ:

উপরের এই ছবিতে একজন চাইনিজ মহিলা গরু এবং কুকুরের অণ্ডকোষগুলো বেশ আয়েশ করেই খাচ্ছেন। চায়নার এরকম অনেক রোস্তারা আছে যেখানে আপনারা ৩০টি ভিন্ন প্রজাতির প্রানির অণ্ডকোষ খেতে পারবেন। বলা হয় মদের সাথে এই অণ্ডকোষ খাবার স্বাদ অতুলণীয়।

 

 


Broilmonkeyঝলসানো বানর:

লেমুর একধরণের বানর প্রজাতির প্রানি। এরা বিলুপ্ত প্রায় প্রাণীর তালিকায় নাম উঠিয়েছে বেশ কয়েক বছর আগেই। কিন্তু তারপরেও মাডাগাস্কায় আপনি পাবেন এই লেমুরের ঝলসানো মাংস।

 

 


সৌজন্যেঃ প্রতিক্ষণ