শনিবার । ডিসেম্বর ২০, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২৪ মে ২০১৫, ৮:৪৪ পূর্বাহ্ন
শেয়ার

স্থগিত হতে পারে আইপিএল এর ফাইনাল খেলাটি!


পন্ড হয়ে যেতে পারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ(আইপিএল) এর ফাইনাল ম্যাচ। না কোন রাজনৈতিক তথা মানবঘটিত কোন কারণ নয়, বৃষ্টির কারণেই ঘটতে পারে এমন ঘটনা।

iplআজ রবিবার চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। কিন্তু আবহাওয়াবিদরা শোনাচ্ছেন এই হতাশার কথা।

গতকাল শনিবার কলকাতার আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন ধরে সেখানে বজ্রসহ বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, ইডেনে ফাইনাল ম্যাচের সন্ধ্যায় কলকাতাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ঠিক কোন জায়গায় বৃষ্টি হবে, সেটা নিশ্চিত করে বলা সম্ভব নয়।

পশ্চিম বঙ্গে চলতি সময়ের তাপমাত্রা ৪০ডিগ্রীর মতো। যেখানে প্রাদেশিক রাজধানী কলকাতার তাপমাত্রা থাকছে ৩৮-৩৮ ডিগ্রীর মতো।

প্রিয়.কম