Search
Close this search box.
Search
Close this search box.

শেষ মুহূর্তের গোলে জয় পেল দক্ষিণ কোরিয়া

অনলাইন প্রতিবেদক, ২৭ মার্চ, ২০১৩:

হিউং-মিনের ইনজুরি টাইমে (৯১তম মিনিট) করা গোলে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার আশা জিইয়ে রাখলো দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপ ফুটবল ২০১৪-এর বাছাইপর্বের খেলায় মঙ্গলবার রাতে নিজেদের মাটিতে কাতারকে ২-১ গোলে হারিয়েছে তাঁরা।

chardike-ad

এই জয়ের ফলে মোট ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ এ-তে কিছু সময়ের জন্যে শীর্ষে উঠে এলো ছোয়ে কাং-হির দল। অবশ্য উজবেকিস্তান তাঁদের পরবর্তী ম্যাচে লেবাননকে হারালেই দক্ষিণ কোরিয়া আবারও পিছনে চলে যাবে। প্রতি গ্রুপ থেকে শীর্ষ দুটি দল আগামী বছর ব্রাজিলে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের মূল আসরে সরাসরি অংশ নেয়ার সুযোগ পাবে। তৃতীয় দলটিকে মুখোমুখি হতে হবে আরেকটি প্লে-অফ ম্যাচের।

সাম্প্রতিক সময়ে একেবারেই নিষ্প্রভ কোরিয়া ফুটবল টীম দুটি প্রীতি ম্যাচসহ টানা চার ম্যাচে কোন জয়ের মুখ দেখে নি। এই জয়ের সুবাদে ম্যানেজার ছইয়ের প্রশ্নবিদ্ধ চাকরীটাও ক’দিনের জন্যে টিকে গেলো বলে মনে করছেন বিশ্লেষকরা।