Search
Close this search box.
Search
Close this search box.

বাজেটঃ করমুক্ত আয়ের সীমা ২ লাখ ৫০ হাজার টাকা

tax২০১৫-১৬ অর্থবছরের করমুক্ত আয়ের সীমা দুই লাখ ৫০ হাজার টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত অর্থবছরে করমুক্ত আয়ের সীমা ছিল দুই লাখ ২০ হাজার টাকা। তবে ন্যূনতম আয়কর নির্ধারণ করা হয়েছে চার হাজার টাকা। বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপিত বাজেট বক্তৃতায় তিনি একথা জানান।

অর্থমন্ত্রীর প্রস্তাবে নারী ও ৬৫ বছর ঊর্ধ্বে ব্যক্তির আয়সীমা দুই লাখ ৭৫ হাজার টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে। প্রতিবন্ধী করদাতার ক্ষেত্রে তিন লাখ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে তিন লাখ ৭৫ হাজার টাকা করা হয়েছে। গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা করদাতার ক্ষেত্রে চার লাখ টাকা থেকে বাড়িয়ে চার লাখ ২৫ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে।

chardike-ad

প্রস্তাবিত আয়কর সীমা অনুযায়ী ব্যক্তি শ্রেণীর করহার স্তর প্রস্তাব দুই লাখ ৫০ হাজার টাকা থেকে পরবর্তী চার লাখ টাকা পর্যন্ত আয়কর দিতে হবে ১০ শতাংশ। এর পরবর্তী পাঁচ লাখ টাকা পর্যন্ত আয়কর ১৫ শতাংশ, পরবর্তী ছয় লাখ টাকা পর্যন্ত আয়কর ২০ শতাংশ ও পরবর্তী ৩০ লাখ টাকা পর্যন্ত ২৫ শতাংশ এবং অবশিষ্ট মোট আয়ের ৩০ শতাংশ করে আয়কর নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।