Search
Close this search box.
Search
Close this search box.

খালেদা-মোদির একান্ত ১৫ মিনিটঃ ব্যাপক কৌতূহল

Khalada-modiভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ১৫ মিনিটের একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় অন্য কেউ উপস্থিত না থাকায় এ বৈঠক জন্ম দিয়েছে ব্যাপক কৌতূহলের।

খালেদা-মোদির ১৫ মিনিটের একান্ত বৈঠকের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন চেয়ারপারসনের উপেদষ্টা সাবিহ উদ্দিন আহমেদ।

chardike-ad

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রােববার বিকেল ৪টা ১০ মিনিটে মোদি-খালেদার বৈঠকটি শুরু হয়ে ৪টা ৪৫ মিনিটে পর্যন্ত চলে। এর মাঝে ১৫ মিনিট একান্ত বৈঠক করেন খালেদা ও মোদি। এই বৈঠকে তাদের মধ্যে কী নিয়ে কথা হয়েছে তা জানা যায়নি। বৈঠক নিয়ে এই গোপনীয়তাই কৌতূহলের কারণ হয়ে দেখা দিয়েছে।

ধারণা করা হচ্ছে, দেশে গণতন্ত্রের অনুপস্থিতি ও সরকার কর্তৃক বিরােধী তথা বিএনপি নেতাকর্মীদের উপর হামলা-মামলা, খুন ও গুমের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন খালেদা জিয়া। এমনকি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য মধ্যবর্তী নির্বাচনের গুরুত্ব নিয়েও কথা বলে থাকতে পারেন খালেদা ও মোদি।