Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ায় আরো ৮ জন মার্সে আক্রান্ত

merseদক্ষিণ কোরিয়ায় বুধবার মার্স ভাইরাসে নতুন করে আরো আটজন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে এক মাসেরও কম সময়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ১৯ জনের প্রাণহানি ঘটায় মার্স ভাইরাস দমনে কর্তৃপক্ষের সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ নিয়ে মার্স ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে মোট ১৬২ জনে দাঁড়ালো। নতুন করে আক্রান্ত আটজনের বয়স ৩১ থেকে ৭৯ বছরের মধ্যে।

chardike-ad

মন্ত্রণালয় আরো জানায়, মার্স ভাইরাসে নতুন করে আর কোনো মারা যাওয়ার ঘটনা ঘটেনি।

দক্ষিণ কোরিয়ায় গত ২০ মে প্রথম মার্স ভাইরাস রোগীর সন্ধান পাওয়া যায়। সৌদি আরব থেকে দেশে ফিরে আসা ৬৮ বছর বয়সী এক ব্যক্তিকে এ ভাইরাসে আক্রান্ত অবস্থায় সনাক্ত করা হয়।

সৌদি আরবের বাইরে দক্ষিণ কোরিয়ায় এ ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে দেশটির লোকজনের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।

নতুন করে যে আট রোগী মার্স ভাইরাসে আক্রান্ত হয়েছে তাদের মধ্যে চারজনই সিউলের স্যামসাং মেডিকেল সেন্টারে আক্রান্ত হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, এখন পর্যন্ত মার্স ভাইরাসের কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি। এ ভাইরাসে মৃত্যুর হার ৩৫ শতাংশ।