Search
Close this search box.
Search
Close this search box.

মুস্তাফিজ তাণ্ডবে লন্ডভন্ড ভারত

mostafizআজও তাণ্ডব চালাচ্ছেন মুস্তাফিজ। বলতে গেলে লণ্ডভণ্ড ভারত শিবির! ইতিমধ্যে ভারতের ৮টি উইকেটের পতন ঘটেছে। যার ৫টিই নিয়েছেন মুস্তাফিজ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৩.৫ ওভার শেষে ভারতের সংগ্রহ ৮ উইকেটে ১৯৬ রান। এরপরই বৃষ্টি এসে বাগড়া দেয়। বৃষ্টির কারণে বর্তমানে খেলা বন্ধ রয়েছে।

chardike-ad

মুস্তাফিজের করা ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলে পয়েন্ট দাঁড়িয়ে থাকা সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন রোহিত শর্মা (০)। দলীয় ৭৪ রানে নাসির হোসেনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন বিরাট কোহলি (২৩)। দলীয় ১০৯ রানে নাসিরের বলে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে আউট হন ধাওয়ান (৫৩)। এরপর রুবেল হোসেনের বলে পয়েন্টে দাঁড়িয়ে থাকা নাসিরের হাতে ক্যাচ দিয়ে আউট হন আম্বাতি রাইডু (০)। দলীয় ১৬৩ রানে মুস্তাফিজের বলে লিটন দাসের পেছনে ক্যাচ দিয়ে আউট হন রায়না (৩৪)। ৪০তম ওভারের তৃতীয় বলে ধোনিকে আউট করেন মুস্তাফিজ। এরপর চতুর্থ বলে অক্ষর প্যাটেলকেও এলবিডব্লিউর ফাঁদে ফেলেন তিনি। ৪২তম ওভারের শেষ বলে অশ্বিনকেও নিজের শিকারে পরিণত করেন।

বাংলাদেশ একাদশে আজ কোনো পরিবর্তন আসেনি। প্রথম ওয়ানডের একাদশ নিয়েই খেলছে স্বাগতিকরা। ভারতীয় দলে তিনটি পরিবর্তন এসেছে। একাদশে এসেছেন আম্বাতি রাইডু, ধাওয়াল কুলকার্নি ও অক্ষর প্যাটেল। বাদ পড়েছেন অজিঙ্কা রাহানে, উমেশ যাদব ও মোহিত শর্মা।

বাংলাদেশ একাদশ : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ : মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার ও ধাওয়াল কুলকার্নি।

প্রথম ওয়ানডেতে ভারতকে ৭৯ রানে উড়িয়ে দেয় বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচ জিতলেই ভারতীয়দের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জিতবেন টাইগাররা।