Search
Close this search box.
Search
Close this search box.

অনেকগুলো রেকর্ডের সামনে মুস্তাফিজ

mustafizঅভিষেকের পর দ্বিতীয় মাচেও ছয় উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন মুস্তাফিজুর রাহমান। স্বাভাবিকভাবেই তৃতীয় ওয়ানডের আগে তাকে নিয়েই সব আলোচনা। আর বুধবার বাংলাদেশ-ভারত তৃতীয় ওয়ানডেতে মুস্তাফিজের সামনে অনেকগুলো রেকর্ডের হাতছানি দিচ্ছে।

২০১০ সালে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১৩ উইকেট নিয়েছিলেন অস্ট্রেলিয়ার রায়ান হ্যারিস। ৩ ম্যাচের সিরিজে এটিই সর্বোচ্চ উইকেটের রেকর্ড। এই রেকর্ড ভেঙে ফেলতে মুস্তাফিজের দরকার মাত্র ৩টি উইকেট।

chardike-ad

ওয়ানডেতে টানা তিন ম্যাচে ৫ উইকেট সংগ্রহকারী একমাত্র বোলার হচ্ছেন পাকিস্তানের ওয়াকার ইউনিস। আবারো ৫ উইকেট শিকার করতে পারলে ওয়াকারের সাথে এই রেকর্ডে ভাগ বসাতে পারবেন মুস্তাফিজ।

ক্যারিয়ারের প্রথম ৩ ম্যাচে সর্বোচ্চ ১১ উইকেটের মালিক জিম্বাবুয়ের ব্রায়ান ভিটোরি। মুস্তাফিজ ২ ম্যাচেই ১১টি পেয়ে গেছেন। অর্থাত আর যদি ১টি উইকেট পান তাহলে তিনি টপকে যাবেন ভিটোরিকে।