Search
Close this search box.
Search
Close this search box.

ফিল্ডিং নেওয়ার ব্যাখ্যা দিলেন মাশরাফি

masrafeeভারতের বিপক্ষে প্রথমবারের মত ওয়ানডে সিরিজের ট্রফি জিতল বাংলাদেশ। যেখানে বাঁধভাঙ্গা উচ্ছ্বাস থাকার কথা সেখানে হাসিটা কিছুটা মলিন। কারণ একটাই, তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটি হেরে যাওয়ায় প্রাপ্তির ক্যানভাসে রঙ কিছুটা উজ্জ্বলতা হারিয়েছে।

সেই উজ্জলতা খুঁজে না পাওয়ার অন্যতম কারণ টসে জিতে ফিল্ডিং নেওয়া। অনেকেই দুষছেন টাইগার দলপতি মাশরাফি বিন মর্তুজাকে।

chardike-ad

তবে মাশরাফি এমন সিদ্ধান্তের ব্যাখ্যা দিলেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে।

মাশরাফি বলেন, ‘আজকে বৃষ্টির হওয়ার চান্স ছিল ৫১%। তাই টসে জিতে ফিল্ডিং নেওয়া। আর ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে পরে ব্যাটিং করলে সব সময় সুবিধা হয়।’

মাশরাফির কথায় যুক্তিও আছে। প্রথম দুই ম্যাচে বেরসিক বৃষ্টি ঠিকই খেলায় বিঘ্ন ঘটিয়েছিল। কিন্তু শেষ ম্যাচে পুরো আকাশ কালো মেঘের দখলে থাকলেও একবারের জন্যেও বৃষ্টি হয়নি। প্রথম ম্যাচে বৃষ্টির কারণে এক ঘণ্টা খেলা বন্ধ ছিল। আর দ্বিতীয় ম্যাচে দুই ঘণ্টা সময় নষ্ট হয়েছে। তারপরও বাংলাদেশ দাপটের সঙ্গে খেলে দুই ম্যাচই জিতে নিয়েছে। কিন্তু শেষ ম্যাচে কোনো ঝুঁকিই নিলেন না মাশরাফি!

বুধবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, ‘ঢাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। দিনে সর্বোচ্চ তাপমাত্রা হবে ৩২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা হবে ২৭ ডিগ্রি সেলসিয়াস। দিনে ৫ মিলিমিটার ও রাতে ১৪ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল। দিনে দুই ঘণ্টা ও রাতে ৫.৫ ঘণ্টা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা ছিল|’