Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাওয়াশ থেকে রক্ষা পেয়ে যা বললেন ধোনি

dhoni
ফাইল ছবি

বাংলাদেশ-ভারত সিরিজে টাইগারদের কাছে পর পর দুটি ওয়ানডে ম্যাচে ভরাডুবির ফলে বেশ অশান্তি আর হতাশাতেই ছিল টীম ইন্ডিয়া। তবে শেষ ওয়ানডের দৃশ্যপট কিছুটা ভিন্ন। এদিন ম্যাচ শেষে শামীম আশরাফ চৌধুরী যখন ধোনিকে প্রেজেন্টেশন সিরিমনিতে ডাকেন তখন হাসিমাখা মুখ নিয়েই আসেন তিনি।

শুধু ধোনি কেন? সান্ত্বনা জয় পেয়ে ভারত শিবিরেই হাসি ফুটেছে অবশেষে। ১৮ তারিখ থেকে ২৪ তারিখ বিকেল ৩টা পর্যন্ত কী খারাপ সময়ের মধ্য দিয়েই না গেছে ধোনি বাহিনী। হারের যন্ত্রণা যে বড় যন্ত্রণা সেটা তারা বেশ খানিকটাই টের পেয়েছে। অবশেষে বুধবার ৭৭ রানের স্বস্তির জয় পেয়েছে টীম ইন্ডিয়া। পাশাপাশি রক্ষা পেয়েছে বাংলাওয়াশ হওয়ার লজ্জা থেকেও।

chardike-ad

ম্যাচ শেষে তাই হাস্যোজ্জ্বল ধোনি বলেন, ‘এই ম্যাচটা জিতেছি তাই ভালো লাগছে। তবে আমাদের কিছু সিদ্ধান্ত নিতে হবে। আসলে আমরা কি ফাস্ট বোলার চাই, নাকি ভালো বোলার চাই- যারা অতোটা ফাস্ট বল করতে পারে না। আমাদের দলে এমন অনেক ফাস্ট বোলার আছেন যারা ভালো বল করছেন না।’

জয় পাওয়ার পেছনে কারণ হিসেবে ক্যাপ্টেন কুল উল্লেখ করেন, ‘আসলে জয়ের জন্য যেটা দরকার ছিল তা হল স্কোরবোর্ডে রান জমা করা। প্রথম দুটিতে আমরা তা পারিনি। আজ আমরা সেটা করতে পেরেছি। আজ যদি বোলাররা ১০-১৫ রান বেশিও দিত তারপরও ম্যাচটা আমরা চালিয়ে নিতে পারতাম। জয়ের মূলে ছিল জুটিগুলো। স্লো পিচে কখনো কখনো মনে হতে পারে আপনি টার্গেটের নিচে আছেন। তবে আজ শেষ ১০ ওভার খেলার জন্য আমাদের হাতে খেলোয়াড় ছিল।’

আজ ৪ নম্বরে ব্যাট করার বিষয়ে তিনি বলেন, ‘গেল দুই বছরে আমি খুব কম সময়ই ৪ নম্বরে ব্যাট করতে নেমেছি। তবে ৩০-৩৫ ওভার হয়ে গেলে আমি এমনটি করি। আজ আমার ব্যাট করার সুযোগ ছিল। সে কারণে রায়নাকে আমরা ৬ নম্বরে পাঠিয়েছি। যাতে করে ৬ নম্বরে আমাদের একজন অভিজ্ঞ ব্যাটসম্যান থাকে। আমি আসলে তখনই এমনটি করি যখন ৬ ও ৭ নম্বর ব্যাটসম্যানরা রানে থাকে। যাতে করে আমাকে লজ্জায় পড়তে না হয়।’

এরকম আরো কিছু নিউজ


## ফিল্ডিং নেওয়ার ব্যাখ্যা দিলেন মাশরাফি

## মাশরাফিকে শাহরুখ খানের ফোন

## আইসিসির নতুন প্রেসিডেন্ট জহির আব্বাস

## জিম্বাবুয়ের পাকিস্তান সফর বানচাল করতে চেয়েছিল ভারত!

## সিরিজ জিতেও আক্ষেপ বাংলাওয়াশের