Search
Close this search box.
Search
Close this search box.

বিকেলে আসছে দক্ষিণ আফ্রিকা

bangadesh-africaফ্লাইট জটিলতার কারণে সকালের পরিবর্তে বিকেলে ঢাকায় পৌঁছাবে সাউথ আফ্রিকা ক্রিকেট দল। বিসিবি সূত্রে জানা গেছে, বিকেল ৫টা ২০ মিনিটে তারা ঢাকায় পা রাখবেন।

এ সফরে প্রোটিয়াসরা দু’টি টি-২০, তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট খেলবে।

chardike-ad

আগামী ৩ জুলাই ফতুল্লায় প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আফ্রিকার এবারের বাংলাদেশ পর্ব। ৫ ও ৭ জুলাই মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২ টি-২০।

মিরপুরে স্টেডিয়ামে দিবা-রাত্রির প্রথম ওয়ানডেতে দুই দল মুখোমুখি হবে ১০ জুলাই। একই ভেন্যুতে সফরকারীদের বিপক্ষে ১২ জুলাই দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে টাইগাররা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ১৫ জুলাই।

এরপর সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টাইগাররা মুখোমুখি হবে ২১ জুলাই। আর আগামী ৩০ জুলাই প্রোটিয়াসদের সঙ্গে মিরপুরে সিরিজের শেষ টেস্টটি মাঠে গড়ানোর কথা রয়েছে।

উল্লেখ্য, প্রোটিয়াসদের বিপক্ষে টাইগাররা মুখোমুখি হয়েছিল মোট ১৪ বার। কিন্ত ১৩ বার জয়ের দেখা না পেলেও ২০০৭ বিশ্বকাপে একমাত্র জয়ে তাদের নিজেদের মাটিতে বিশ্বকাপ স্বপ্ন চুরমার করে দেয়। গায়ানার প্রবিডেন্স ষ্টেডিয়ামে প্রোটিয়াস অধিনায়ক টাইগার দের ব্যাট করতে পাঠালে ৮ উইকেট হারিয়ে ২৫১ রান করে। জবাবে বাংলাদেশি বোলারদের সামনে দাড়াতে না পেরে ৬৭ রানে হার মানে।

টেস্ট স্কোয়াড : ফাফ ডু প্লেসিস, জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, অ্যারন ফাঙ্গিসো, কাগিসো রাবাদা, হাশিম আমলা (অধিনায়ক), মরনে মরকেল, ডিন এলগার, রিজা হেনড্রিক্স, স্টান ভ্যান জিল, ভারনন ফিল্যান্ডার, ডেল স্টেইন, সিমন হার্মার, থেম্বু বাভুমা ও ড্যান ভিলাস।

ওয়ানডে স্কোয়াড : ফাফ ডু প্লেসিস, জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, অ্যারন ফাঙ্গিসো, কাগিসো রাবাদা, হাশিম আমলা (অধিনায়ক), মরনে মরকেল, এবি ডি ভিলিয়ার্স, রিলে রুশো, ডেভিড মিলার, ক্রিস মরিস, কাইল অ্যাবট, ওয়েন পার্নেল, ইমরান তাহির, ফারহান বেহারডিয়েন ও রায়ান ম্যাকলারেন।

টি ২০ স্কোয়াড : ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), জেপি ডুমিনি, কুইন্টন ডি কক, অ্যারন ফাঙ্গিসো, কাগিসো রাবাদা, এবি ডি ভিলিয়ার্স, রিলে রুশো, ডেভিড মিলার, ক্রিস মরিস, কাইল অ্যাবট, ওয়েন পার্নেল, ডেভিড ওয়াইজ, এডি লি ও বেউরান হেনড্রিক্স।