বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ৭ জুলাই ২০১৫, ১০:৪৯ পূর্বাহ্ন
শেয়ার

দুই দিনে ১১ কোটি ডলারের প্রবাসী আয়


bangladesh-bankদুই দিনে ১০ কোটি ডলারের বেশি প্রবাসী আয় দেশে পাঠিয়ে প্রবাসীরা। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত বুধ ও বৃহস্পতিবার ১০ কোটি ৬৯ লাখ ডলার দেশে পাঠিয়ে তারা।

ধারণা করা যাচ্ছে, আসন্ন ঈদে পরিবার পরিজন যাতে সুন্দর ভাবে কেনা-কাটা করতে পারেন সেই লক্ষ্য রেখে প্রবাসীরা বেশি পরিমাণ রেমিটেন্স দেশে পাঠাচ্ছেন।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, দুই দিনে রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসীরা দেশে পাঠিয়ে ২ কোটি ৬৬ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭ লাখ ৪০ হাজার ডলার। আর বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৭ কোটি ৭৮ লাখ ডলার। এছাড়া দেশে পরিচালিত বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ লাখ ৫০ হাজার ডলার।