Search
Close this search box.
Search
Close this search box.

নতুন নিয়মে হবে বাংলাদেশ-দ. আফ্রিকা প্রথম ওয়ানডে

bangladesh-southafricaবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজ থেকেই নো বলের নতুন নিয়ম চালু হয়েছে। এবার ওয়ানডে সিরিজ দিয়ে কার্যকর হবে আইসিসি প্রণীত ওয়ানডে ক্রিকেটের নতুন নিয়মগুলোও।

নতুন নিয়ম অনুসারে প্রথম দশ ওভারে ক্লোজ ইন ফিল্ডার রাখার বাধ্যবাধকতা নেই। এমনকি ব্যাটিং পাওয়ার প্লেও নেই। এছাড়া শেষ দশ ওভারে পাঁচজন ফিল্ডার রাখা যাবে ত্রিশ গজ বৃত্তের বাইরে।

chardike-ad

এই নতুন নিয়মের কারণে খেলায় তেমন কোন পরিবর্তন আসবে বলে মনে করছেন না দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার রায়ান ম্যাকলরেন। গতকাল অনুশীলন শেষে তিনি বলেন, ‘আপনি যদি বিশ্বকাপের পরিসংখ্যান দেখেন, সহজেই দেখতে পাবেন শেষ দশ ওভারে কয়েকবারই ১০০ রানের বেশি হয়েছে। নিশ্চিত করেই ম্যাচের ওই অংশ নিয়ন্ত্রণ করেছে ব্যাটসম্যানরা। বোলিংয়ের দিক থেকে নতুন নিয়ম শেষ দশ ওভারে কিছুটা সাহায্য করবে। আমি মনে করি না, এটা ব্যাটসম্যানদের মানসিকতা পরিবর্তন করবে।’

অন্যদিকে নতুন নিয়ম নিয়ে তামিম ইকবাল বলেন, ‘এটা ঠিক বলছেন, কিভাবে যেন আমরাই সব সময় এমন নতুন কিছুর সামনে পড়ে যাই। আসলে যে কোন দলের জন্য এটা মাথাব্যথা। আপনি পরিকল্পনা করতে পারেন, এভাবে করবেন, ওভাবে করবেন; অনেক সময় কিন্তু পরিকল্পনার বাইরে গিয়ে কাজ করতে হয় মাঠে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, পুরোপুরি অভ্যস্ত হতে একটা-দুইটা ম্যাচ লাগতে পারে।’