Search
Close this search box.
Search
Close this search box.

একটা আঙুরের দাম ২৫ হাজার!

ruby“আঙুর ফল টক” কথাটির অর্থ জানে না এমন কাউকেই পাওয়া যাবে না। আর এই কথাটিই যেন সত্যি মনে হবে যদি শুনতে পান একটা আঙ্গুরের দাম ২৫ হাজার টাকা।

বিশ্বাস হচ্ছে না? হ্যাঁ, জাপানের এই বিশেষ ধরনের আঙুরের চাষ হয় যার একটির দাম প্রায় ২৫ হাজার টাকা।

chardike-ad

সম্প্রতি বিভিন্ন প্রজাতির ফলের নিলামে রুবি রোমান প্রজাতির এই বিশেষ ধরনের আঙুরের একটি থোকার দাম উঠেছে ৮ হাজার ২০০ মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যার দাম দাঁড়ায় প্রায় ৫ লক্ষ ২০ হাজার টাকা। ওই থোকায় ২৬টি আঙুর ছিল। অর্থাত্‍ একটি আঙুরের দাম পড়ে প্রায় ২৫ হাজার টাকা।

রুবি রোমানের এত বেশি দাম হওয়ার কারণ কী?

ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট বলছে, এটি একটি বিশেষভাবে তৈরি করা আঙুর, যা ডেভেলপ করতে সময় লেগেছিল প্রায় ১৪ বছর। জাপানের রাজধানী টোকিও থেকে প্রায় ৩০০ কিলোমিটার কানাজাওয়ায় রুবি রোমানের চাষ করা হয়।

২০০৮ লাসে প্রথমবার ফলের নিলামে রুবি রোমান প্রদর্শিত হয়। সে বছর এর দাম উঠেছিল ১ লক্ষ ইয়েন। এর পর থেকে ক্রমাগত এর দাম বেড়েছে। এ বছর এখনও পর্যন্ত এই আঙুরের দাম সব থেকে বেশি উঠেছে।