shakib-al-hasanদক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ দলের টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন তরুণ তুর্কি মুস্তাফিজুর রহমান। ভারতের পর দক্ষিণ আফ্রিকার সাথে ভালো খেলার সুবাদে ডাক পান এই পেসার।

রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দল ঘোষণা করা হয়। মুশফিকুর রহিম অধিনায়ক ও তামিম ইকবাল সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন।

chardike-ad

২১ জুলাই থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচ।

বাংলাদেশ দল : মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক, লিটন কুমার দাশ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, রুবেল হোসেন, মুহাম্মদ শহীদ, জুবায়ের হোসেন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।