উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। সরকারি অনুষ্ঠানে ঘুমিয়ে পড়ার মতো তুচ্ছ ‘অপরাধে’ যার নির্দেশে কামানের গোলায় মৃত্যুদণ্ড কার্যকর করা হয় প্রতিরক্ষামন্ত্রীর। সেই উনের দেখা মিলেছে এবার সুদূর চিনে। দেশটির জিয়াংজু প্রদেশের অধিবাসী ওয়াংলি প্লাস্টিক সার্জারি করে হুবহু কিম জং উন বনে গেছেন।

ছবিতে দেখুন নকল কিমঃ

chardike-ad

fake-kim

fake_kim