Search
Close this search box.
Search
Close this search box.

বৃষ্টির পর খেলা শুরু

sakibবৃষ্টির পর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের শেষ ওয়ানডের খেলা শুরু হয়েছে। বৃষ্টির কারণে ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে কিছু ওভার কমিয়ে খেলা ৪০ ওভারে খেলা হয়। ২৩ ওভার খেলা শেষ হতেই বৃষ্টি নামে। এর আগে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চেপে ধরে দক্ষিণ আফ্রিকাকে। ২৩ ওভার শেষে তাদের সংগ্রহ ৪ উইকেটে ৭৮ রান।

খেলার শুরুতে বাংলাদেশের স্পিনারদের তোপে পড়ে দক্ষিণ আফ্রিকা। তবে বাংলাদেশের পক্ষে প্রথম আঘাত হানেন পেসার মুস্তাফিজুর রহমান। কুইন্টন ডি কককে (৭) সরাসরি বোল্ড করে সাজঘরে ফেরান টাইগার এই বোলার। একই ওভারের শেষ বলে আমলাকেও পরাস্ত করে জোরালো আবেদন করেন। টিভি রিপ্লেতে দেখা গেছে বল উইকেটরক্ষক মুশফিকের হাতে যাবার আগে ব্যাটের কানা ছুঁয়ে যায়। তবে আম্পায়ার মাইকেল গফ নিশ্চুপ থাকেন।

chardike-ad

এরপর দৃশ্যে আসেন টাইগার স্পিনাররা। সাকিবের দুর্দান্ত বোলিংয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। ফর্মে থাকা ডু প্লেসি এবং অধিনায়ক হাশিম আমলাকে ফেরান তিনি। সপ্তম ওভারের প্রথম বলে ডু প্লেসিকেও মুশফিকের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান সাকিব। সুইপ করতে গেলে টাইমিং মিস করেন ডু প্লেসি। উইকেটের পাশেই বল সোজা উপরে উঠে যায়। সেই বল গ্লাভস বন্দী করতে ভুল করেননি উইকেট রক্ষক মুশফিকুর রহিম।

সাকিবের করা ১৪তম ওভারের তৃতীয় বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা। ১৬তম ওভারে এবং মাহমুদউল্লাহর করা প্রথম ওভারের প্রথম বলেই মুশফিকুর রহিমের টানা তৃতীয় ক্যাচে পরিণত হয়ে সাজঘরে ফেরেন রিইলে রুশো।

শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা দলের অধিনায়ক হাশিম আমলা।

প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ওয়ানডেতে জয় পায় টাইগাররা। তাই বাংলাদেশ ধরে রেখেছে তাদের উইনিং কম্বিনেশন। কোন পরিবর্তন ছাড়াই মাঠে নামেছে তারা। অপর দিকে দক্ষিণ আফ্রিকা দলে একটি পরিবর্তন হয়েছে। ক্রিস মরিসের পরিবর্তে দলে এসেছেন মরনে মরকেল।