Search
Close this search box.
Search
Close this search box.

তবুও শেষ রক্ষা হলো না!

পৃথিবী সৃষ্টির পর থেকে চলছে খাদক আর খাদ্যের লড়াই। খাদক খাদ্যের খোঁজে ব্যস্ত থাকে। আর খাদকের হামলা থেকে বাঁচার চেষ্টায় থাকে খাদ্যস্তরের প্রাণি। তবে ভাগ্যের লিখন খণ্ডানো যায় না কখনও।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকার কুর্গার ন্যাশানাল পার্কে দেখা গেল, খাদক আর খাদ্যের লড়াই। জঙ্গলের প্রাণিগুলোকে দেখার সুবিধার্থে এই পার্কের ভেতর রয়েছে রাস্তা। প্রতিদিনই এই পার্কে পর্যটকদের উপচেপড়া ভিড় থাকে। এমনই এক ব্যস্ততম দিনে সিংহের তাড়া খেয়ে জঙ্গল থেকে রাস্তায় নেমে আসে একটি হরিণ। তবুও শেষ রক্ষা হলো না। প্রাণে বাঁচতে পারল না হরিণটি।

chardike-ad

রাস্তায় অনেক মানুষ থাকলেও সিংহের আক্রমণ থেকে হরিণকে বাঁচাতে এগিয়ে গেল না কেউই। শুধু গাড়ির ইঞ্জিন বন্ধ করে দর্শক হয়ে দেখলেন তারা।

Lion

Lion

Lion

Lion