ভারতের টেনিস ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে উইম্বলডন চ্যাম্পিয়নশিপের নারী দ্বৈতের শিরোপা জেতেন সানিয়া মির্জা। সময়টা বেশ ভালো যাচ্ছে ভারতের এই টেনিস সেনসেশানের।

অন্যদিকে তার স্বামী শোয়েব মালিকেরও সময়টা বেশ ভালো যাচ্ছে। দলের হয়ে ব্যাট হাতে ভালোই রান পাচ্ছেন। শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ওয়ানডেতেই রান পেয়েছেন। আর পাকিস্তানও জিতেছে। ৫ ম্যাচ ওয়ানডে সিরিজে পাকিস্তান এগিয়ে রয়েছে ২-১ ব্যবধানে।

chardike-ad

দ্বিতীয় ওয়ানডেতে জয়ের পর সানিয়া মির্জাকে নিয়ে পার্টি করেন শোয়েব মালিক। সেখানে তারা দুজন নেচে-গেয়ে আনন্দ উল্লাস করেন। মূলত দুজনের সাফল্য উদ্‌যাপন করতেই আয়োজন করা হয় পার্টির। বিশেষ করে, সানিয়া মির্জার উইম্বলডন শিরোপা জয়টি। পার্টিতে তারা দুজন মনের আনন্দে ডিজে ডান্স করেন।