Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ার বাজারে ‘উইন্ডোজ ১০’

বিশ্বের অন্যতম বৃহৎ সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের অপারেটিং সিস্টেম উইন্ডজের সর্বশেষ সংস্করণ ‘উইন্ডোজ টেন’ কোরিয়ার বাজারে অবমুক্ত করেছে প্রতিষ্ঠানটি। বিশ্বের ১৯০টি দেশে একযোগে এর মুক্তির অংশ হিসেবে আজ বুধবার সিউলে আনুষ্ঠানিকভাবে এটি কোরিয়ার বাজারে ছাড়ার ঘোষণা দেয়া হয়।

windows_10

chardike-ad

নতুন এই সংস্করণটি একইসাথে একাধিক ডিভাইস থেকে ব্যবহার করা যাবে। অর্থাৎ একজন গ্রাহককে ডেস্কটপ, ট্যাবলেট ও মোবাইল থেকে ভিন্ন ভিন্ন অপারেটিং সিস্টেম ব্যবহার করতে হবে না।

ডেস্কটপ ও ট্যাবলেট পিসি সংস্করণ এখন থেকেই বাজারে পাওয়া যাবে। তবে মোবাইল সংস্করণটি বাজারে আসবে আরও কিছুদিন পর। সাধারণ ব্যবহারকারীদের (হোম সংস্করণ) জন্য কোরিয়ায় এর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ১ লক্ষ ৭২ হাজার কোরিয়ান উওন (১৪৮ মার্কিন ডলার)। আর বানিজ্যিক ব্যবহারের (প্রো সংস্করণ) জন্য গুণতে হবে ৩ লাখ ১০ হাজার উওন। মাইক্রোসফট কোরিয়া এসব তথ্য জানিয়েছে।

প্রসঙ্গত, গত জানুয়ারির শেষ নাগাদ যুক্তরাষ্ট্রে ‘উইন্ডোজ টেন’ আনুষ্ঠানিকভাবে অবমুক্ত করা হয়।