Search
Close this search box.
Search
Close this search box.

পরমাণু বোমা খেলনা নয়, এ নিয়ে আলোচনা হবে না: উ. কোরিয়া

n.koreaউত্তর কোরিয়ার পরমাণু বোমা খেলনা নয় এবং এ নিয়ে কোনো আলোচনা হবে না। বেইজিং-এ নিযুক্ত উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত জি জ্যা-রেরং আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন। ছয় দেশের সঙ্গে আলোচনা শুরু করার ব্যাপারে কথা বলতে মার্কিন দূতের বেইজিং সফরের আগে এ বক্তব্য দিলেন তিনি।

উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত বলেন, পরমাণু বোমা খেলনা নয় যে এ নিয়ে আলোচনায় করতে হবে; মার্কিন পরমাণু হুমকি এবং বৈরী নীতির বিরুদ্ধে উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব রক্ষার গুরুত্বপূর্ণ পন্থা এটি। আমেরিকা যতদিন বৈরী নীতি বজায় রাখবে উত্তর কোরিয়া ততদিন পরমাণু নীতিও অপরিবর্তিত রাখবে।

chardike-ad

এ ছাড়া, আমেরিকার যে কোনো ধরণের যুদ্ধ প্রক্রিয়া মোকাবেলার ক্ষমতাও তার দেশের আছে বলেও ঘোষণা করেন উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত।(রেডিও তেহরান)