বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ৬ অগাস্ট ২০১৫, ২:৩৯ অপরাহ্ন
শেয়ার

দক্ষিণ কোরিয়া গেল অনূর্ধ্ব-১২ ফুটবল দল


bffএশীয় যুব ফুটবল ফিয়েস্তায় অংশ নিতে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১২ ফুটবল দল বুধবার দক্ষিণ কোরিয়া উড়াল দিয়েছে।

১৫ দেশের ৪০টি ফুটবল দল ৭-১০ আগস্ট অংশ নেবে এই আসরে। তবে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে সেটি জানা যায়নি। প্রতিদিন একটি দলের দুটি ম্যাচ।

৩০ মিনিটের ম্যাচে প্রতিটি দলে থাকবে ছয়জন খেলোয়াড়। খেলা হবে ছোট মাঠে। জাতীয় অনূর্ধ্ব-১২ দলের এটিই প্রথম বিদেশ সফর। ১৬ জনের দলে ১২ জন ফুটবলার।

উল্লেখ্য, এটাই বাংলাদেশের প্রথম কোন অনুর্ধ ১২ ফুটবল দল।