cosmetics-ad

সৌদির মসজিদে আত্মঘাতী বোমা হামলায় নিহত ১৭

saudi_mosque

সৌদি আববের আসির প্রদেশের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১৭ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

বিবিসি জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুরে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা শহরের একটি মসজিদে আত্মঘাতী এই হামলা চালানো হয়। ইয়েমেন সীমান্ত সংলগ্ন এলাকার ওই মসজিদটিতে নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নামাজ পড়তেন । নিহতরা সবাই নিরাপত্তা বাহিনীর সদস্য। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

কারা এই হামলা চালিয়েছে তা এখনো পরিস্কার নয়। তবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা এই হামলার পেছনে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। কারণ সেখান থেকে অল্প দুরত্বে ইয়েমেনে সীমান্তে তাদের অবস্থান রয়েছে।

সৌদি আরাব ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দমনে এক আন্তর্জাতিক কোয়ালিশনের নেতৃত্ব দিচ্ছে।