Search
Close this search box.
Search
Close this search box.

৭০-এর নিচে জন্মদিনে নিষেধাজ্ঞা!

birthdayবয়স যাদের ৭০-এর কম তাদের জন্য বড়ই দুঃখের খবর। আর যারা ৭০-এর চৌকাঠ পেরিয়ে গেছেন, তারা হয়ত আরো একবার আনন্দে মেতে ওঠার সুযোগ পেলেন।

হেঁয়ালি মনে হচ্ছে? তাহলে খানিকটা স্পষ্ট করে বলা যাক। চীনের এক কাউন্টি জন্মদিন উদযাপন নিষিদ্ধ করেছে। তবে সবার জন্যে নয়। বয়স যাদের ৭০-এর নিচে নিষেধাজ্ঞা শুধু তাদের জন্যেই।

chardike-ad

এমন একটি সিদ্ধান্ত নেয়ার পিছনে কারণ হিসেবে বলা হয়েছে, জন্মদিনের পার্টিতে অযথা খরচের জন্যে অর্থনৈতিক চাপ বাড়ছে সম্প্রদায়ের উপরে। আর যারা ৭০-এর কোঠায় পা রেখেছেন, তাদের জন্যেও রয়েছে একটি ছোট্ট শর্ত। দশ বছরে একবার ব্যাঙ্কোয়েট ভাড়া করে জন্মদিন পালন করতে পারবেন তারা। এই নিয়ম চালু হয়েছে দেশটির উত্তর-পূর্ব সেজুয়ান প্রদেশের তোংজিয়াং কাউন্টিতে।

কাউন্টি কর্মকর্তাদের মতে, জন্মদিন পালন করতে গিয়ে খাওয়া খরচ বাবদ এক একটি পরিবার প্রচুর পরিমাণে অর্থ ব্যায় করে। তার সাথে অনিচ্ছাকৃত চাপ পড়ে অতিথিদের উপরে। জন্মদিনের পার্টিতে তো আর খালি হাতে যাওয়া যায় না। ফলে এই ধরনের অযথা খরচ বাঁচানোর জন্যেই এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।