cosmetics-ad

দ. কোরিয়ায় বাংলাদেশের পতাকা ওড়ালেন জার্নাল

s-korea

দক্ষিণ কোরিয়ার চিলবুক শহরে ৪ আগস্ট থেকে শুরু হয়েছে বিশ্ব সামলনুরি উৎসব ২০১৫। এবারের উৎসবে বিশ্বের ১৫টি দেশের সঙ্গীতশিল্পীরা অংশ নিচ্ছেন। এতে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন জলের গান ব্যান্ডের সাইফুল জার্নাল। উৎসব চলবে ৯ আগস্ট পর্যন্ত।

কোরিয়া থেকে জার্নাল জানান, ‘সামলনুরি দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী মিউজিক উৎসব। ২৫ বছর ধরে এ উৎসবটি আয়োজন করা হচ্ছে। এতে প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশের শিল্পীরা অংশ নেন। এবারের উৎসব শুরু হয় ৪ আগস্ট। উদ্বোধনী দিনে ১৫টি দেশের শিল্পীরা তাদের নিজস্ব ভাষায় সঙ্গীত পরিবেশন করেন। এতে বাংলাভাষায় সঙ্গীত পরিবেশনার সুযোগ হয়। এটা আমার জন্য অন্যরকম অভিজ্ঞতা।’

উৎসবে অংশ নেওয়ার অভিজ্ঞতা বলতে গিয়ে জার্নাল আরও জানান, ‘বাংলাদেশের পতাকা নিয়ে মঞ্চে উঠেছি। এ অভিজ্ঞতা অনেক বেশি গর্বের। বাংলাভাষায় গান করেছি। এটা জীবনের অন্যরকম অভিজ্ঞতা।’

জার্নাল বলেন, ‘৬ আগস্ট উৎসবে একটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে কোরিয়ার বিভিন্ন দলের সঙ্গে অংশ নেই আমরা। আমাদের দলের নাম ছিল কোরিয়ান ন্যাশনাল থিয়েটার (সিপিআই ট্রুপ)। এতে আমরা চ্যাম্পিয়ন হয়। আমাদের দলটিতে ছিলেন বাংলাদেশ, ফিলিপাইন, উজবেকিস্তান, মঙ্গোলিয়া, মিয়ানমার, পাকিস্তান, কম্বোডিয়া, ঘানা, উতপিয়ার সঙ্গীতশিল্পীরা।’