Search
Close this search box.
Search
Close this search box.

বাংলায় কম নম্বর পাওয়ায় প্রধানমন্ত্রীর দুঃখ

Hasinaএবারের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বাংলা সাহিত্যে কম নম্বর পাওয়ায় দুঃখ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, বাংলা সাহিত্যের ছাত্রী হওয়ার কারণে তার এই দুঃখের মাত্রাটা একটু বেশি। রোববার সকালে গণভবনে আনুষ্ঠানিক ফল প্রকাশের পর তিনি এ কথা বলেন।

এসময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করেন। বিএনপি-জামায়াতের টানা অবরোধের কারণে এ বছর ফল কিছুটা খারাপ হয়েছে দাবি করে তিনি বলেন, বাংলা ও ইংরেজি দুই বিষয়ে ফল খারাপ হলেও অন্য বিষয়ে ফলাফল সন্তােষজনক।

chardike-ad

তিনি বলেন, যারা পাস করেছে তাদের অভিনন্দন। আর যারা পাস করতে পারেনি তারা আগামীতে পাস করবে বলে অাশাবাদ ব্যক্ত করেন তিনি।

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে শিক্ষা ব্যবস্থা উন্নত হয় জানিয়ে তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিন দিন শিক্ষার উন্নতি হচ্ছে। এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী।

এ বছর গড় পাসের হার ৬৯.৬০ এবং জিপিএ ৫ পেয়েছে ৪২ হাজার ৮৯৪জন।