Search
Close this search box.
Search
Close this search box.

৩৫ শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

hsc-fail-studentমন্দ ফলের ঢেউ লেগেছে শিক্ষা প্রতিষ্ঠানেও। কেউ পাস করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে এবার। ২০১৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় কলেজ ও মাদ্রাসা মিলিয়ে ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গত বছর এ সংখ্যা ছিলো ২৪। সেই হিসেবে শূন্য পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা এবার ১১টি বেড়েছে।

প্রকাশিত ফলে দেখা গেছে, ৮টি সাধারণ শিক্ষাবোর্ডের মধ্যে ৩৩ কলেজের কেউ পাস করেনি। এমন কলেজের সংখ্যা বেশি রয়েছে যশোর বোর্ডে ১৩টি। এ ছাড়া, ঢাকা, রাজশাহী, বরিশাল ও দিনাজপুর বোর্ডে ৫টি করে এবং চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট বোর্ডে শূন্য পাস কোনো কলেজ নেই।

chardike-ad

এ ছাড়া মাদ্রাসা বোর্ডে ২টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। কারিগরি বোর্ডে শূণ্য পাস কলেজ নেই।