Search
Close this search box.
Search
Close this search box.

প্রথমবারের মতো স্বপ্নের ফাইনালে বাংলাদেশ

bangladesh-football-teamসাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আফগানিস্তানকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। দলের পক্ষে একমাত্র জয়সূচক গোলটি করেন সাদ উদ্দিন।

রোববার সিলেট জেলা স্টেডিয়ামে খেলার শুরু থেকেই আক্রমণ শুরু করে বাংলাদেশের কিশোররা। একের পর এক আক্রমণে ব্যতিব্যস্ত করে তোলে প্রতিপক্ষে ডিফেন্সকে। তবে কাঙ্খিত সেই গোলের দেখা মিলছিল না। উপরন্তু  এমন হতাশার মধ্যেই খেলার ৩৫ মিনিটে পেনাল্টি পেয়ে যায় আফগানিস্তান।

chardike-ad

আফগানিস্তান অবশ্য পেনাল্টিটি কাজে লাগাতে পারেনি। এরপর যেন বাংলাদেশের আক্রমণ আরও শাণিত হয়ে উঠে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে আফগানিস্তানকে আরও চেপে ধরে শাওন নিপূনরা। ম্যাচের ৫৪ মিনিটে বহু আরাধ্য গোলটিও আদায় করে নেয় সৈয়দ গোলাম জিলানির ছেলেরা। সাদ উদ্দিনের পা থেকে আসা গোলটিও ছিল দারুণ।

পরে ম্যাচের ফিরে আসার প্রাণপণ চেষ্টা চালায় আফগান কিশোররা। তবে ডিফেন্সে দূর্গ গড়ে তোলায় তাদের চেষ্টা কোনো কাজে আসেনি।  এরইমধ্যে বেশ কয়েকটি সহজ সুযোগও হাতছাড়া করেন বাংলাদেশের ভবিষ্যৎরা।

এর আগে শ্রীলঙ্কা ও প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমি-ফাইনালে ওঠে বাংলাদেশ। আর মালদ্বীপের বিপক্ষে জিতে গ্রুপের রানার্সআপ হয়ে সেরা চারে ঠাঁই করে নিয়েছিল আফগানিস্তান।

বাংলাদেশ স্কোয়াড : ফয়সল আহমেদ (গোলকিপার), শাওন হোসাইন (অধিনায়ক), ফাহিম মোর্শেদ, সরওয়ার জামান নিপু, মোহাম্মদ শাওন, সাদ উদ্দিন, মোহাম্মদ আতিকুজ্জামান, জাহাঙ্গীর আলম সজিব, খলিল ভুঁইয়া, মোস্তাজিব খান, ইমন খান।

আফগানিস্তান স্কোয়াড : ইদ্রিস আহমদী  (গোলকিপার), মোহাম্মদ জাওয়িদ মুরাদী, জামশেদ আজিজী, রাশিদ ইলিয়াসি, হাবিবুল্লাহ কাইয়ুমী, হামিদ দেলওয়ার, শের আহমদ হামেদী, অমিদ হায়দার সানে (অধিনায়ক),  আহমদ জিয়া জাহিরী, আলী বাসেত মারদানি, আমির আলী আহমাদী।