Search
Close this search box.
Search
Close this search box.

কোবানে সমাহিত আয়লান

aylan২ সেপ্টেম্বর থেকে ‘আয়লান’য়ে কাঁপছে বিশ্ব। তিন বছরের সেই শিশু আয়লান কুর্দিকে সিরিয়ার কুর্দি অধ্যুষিত শহর কোবানে সমাহিত করা হয়েছে।

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) আয়লান ও তার ভাই গালিপ কুর্দিকে সমাহিত করা হয়। তাদের মা রেহান কুর্দিকেও একই সঙ্গে সমাহিত করা হয়েছে।

chardike-ad

এর আগে সংঘাতময় সিরিয়া থেকে ইউরোপ পাড়ি দিতে গত ১ সেপ্টেম্বর বাবামায়ের সঙ্গে নৌকায় চেপে বসে আয়লান ও তার ভাই গালিপ। পথিমধ্যে খারাপ আবহাওয়া ও উত্তাল ঢেউয়ের কারণে নৌকা দু’টি ডুবে যায়। এতে মৃত্যু হয় আয়লান, গালিপ ও তাদের মা রেহানের।

২ সেপ্টেম্বর তুরস্কের পূর্বাঞ্চলীয় সমুদ্র সৈকতে ভেসে আসে আয়লান ও তার ভাই গালিপের মরদেহ। সেখানে তুর্কি সংবাদসংস্থা দোগান’র ফটো-সাংবাদিক নিলুফার দেমির মুখ থুবড়ে পড়ে থাকা আয়লানের ছবি তোলেন। তার তোলা এ ছবি নাড়া দিয়ে যায় পুরো বিশ্বকে। এখনও সে কম্পন অব্যাহত।

পরিবারের সদস্যদের সমাহিত করার পর আয়লানের বাবা আব্দুল্লাহ কুর্দি বলেছেন, তার পরিবারের এ মর্মান্তিক পরিণতি সিরীয় উদ্বাস্তুদের ব্যাপারে আরব দেশগুলোর মন পরিবর্তন করবে বলে তিনি আশা করছেন।