Search
Close this search box.
Search
Close this search box.

চাঁদ দেখা যায়নি, ২৫ সেপ্টেম্বর ঈদ

soudiarab-eidজাতীয় চাঁদ দেখা কমিটি জানিয়েছে, আজ সোমবার দেশের আকাশে কোথাও জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। আগামী ২৫ সেপ্টেম্বর পবিত্র ঈদুল আযহার প্রথম দিন উদযাপিত হবে।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়। বৈঠকে সভাপতিত্বে করেন ধর্মমন্ত্রী ও চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

chardike-ad

এর আগে গতকাল রোববার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা ৭টায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় ঈদের তারিখ চূড়ান্ত হবে।

অধ্যক্ষ মতিউর রহমান জানান, আজ সোমবার জিলহজ মাসের চাঁদ দেখা গেলে বাংলাদেশে আগামী ২৪ সেপ্টেম্বর ঈদুল আযহা উদযাপিত হতো। যেহেতু চাঁদ দেখা যায়নি, তাই আগামী ২৫ সেপ্টেম্বর ঈদুল আযহার প্রথম দিন উদযাপিত হবে।

এদিকে গতকাল রোববার রাতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অনেক দেশে আগামী ২৪ সেপ্টেম্বর ঈদুল আযহার প্রথম দিন উদযাপিত হবে। সৌদির সঙ্গে মিল রেখে এদিন দেশের শতাধিক গ্রামে ঈদ উদযাপিত হবে।