cosmetics-ad

বাংলাদেশ-ভারত ম্যাচের সময়সূচী

bangladesh-india

তিনটি একদিনের ও দুইটি তিনদিনের ম্যাচের সিরিজ খেলতে ভারতে অবস্থান করছে বাংলাদেশ ‘এ’ দল। জাতীয় দলের আদলে ‘এ’ দলের এই ম্যাচেও জয়ের জন্য পাখির চোখ থাকবে দুইদলের।

সূচি অনুযায়ী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ব্যাঙ্গালোরে।

একদিনের ম্যাচের সবগুলোই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। প্রথম ম্যাচটি ১৬ তারিখে অনুষ্ঠিত হওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ১৮ ও ২০ সেপ্টেম্বর।

এদিকে দুইটি তিনদিনের ম্যাচের প্রথমটি ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে। দ্বিতীয় ম্যাচ শুরু হবে একই মাসের ২৭ তারিখ থেকে।

পরের মাসেই বাংলাদেশ সফর করবে অস্ট্রেলিয়া দল। দুই টেস্টের এই সিরিজটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো প্রস্তুতি হিসেবে কাজ করবে বলেই মনে করছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা।