Search
Close this search box.
Search
Close this search box.

বিপিএলে আসছে আরো একটি নতুন দল

bplনভেম্বরের ২৪ তারিখ মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের তৃতীয় আসর। এই আসরের জন্য ইতিমধ্যে ছয়টি দলের নাম শোনা যাচ্ছে। তবে আরো একটি দল আসছে। মালিকানা পরিবর্তন হলেও দল থাকছে রাজশাহী থেকে। তবে সেই দলটির বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন রাজশাহী থেকে দল থাকার বিষয়ে বলেন, ‘রাজশাহী ফ্র্যাঞ্চাইজি নিয়ে অনেকেই আগ্রহ দেখিয়েছেন, তবে শেষ পর্যন্ত সম্ভবত যৌথ মালিকানায় আসছে তারা। আমি তাদের সঙ্গে বসবো।’

chardike-ad

তিনি আরো বলেন, ‘যারা আসবেন তাদের অবশ্যই আমাদের ক্রাইটেরিয়া মেনেই আসতে হবে।’

রাজশাহীর দল কিনতে সরকারের উচ্চ পর্যায়ের কেউ সম্পৃক্ত কিনা জানতে চাইলে তিনি বিসিবি সভাপতি বলেন, ‘বিদেশে থাকা অবসস্থায় রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমার সঙ্গে সবচেয়ে বেশি যোগাযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তবে তিনি সঙ্গে আছেন কি না এই মুহূর্তে আমি নিশ্চিত নই।’

২০১২ সালে প্রথম আসরের পর ২০১৩ সালে আয়োজিত হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ তথা বিপিএলের দ্বিতীয় আসর। কিন্তু সবশেষ আসরটিতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির কারণে ২০১৪ সালে আর আয়োজিত হয়নি বিপিএলের তৃতীয় আসর। তবে এবার ঢেলে সাজানো হয়েছে জনপ্রিয় এই লিগটিকে। ছয় থেকে সাতটি দল নিয়ে আগামী ২৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে চার-ছক্কার ফুলঝুরি ছোটা এই টুর্নামেন্ট। যেটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা।

আগের আসরের দলগুলোর মালিকানা পরিবর্তনের পাশাপাশি নামও পরিবর্তন হচ্ছে। আবার নতুন করেও যুক্ত হতে যাচ্ছে কয়েকটি দল।