শনিবার । জুলাই ১২, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক ফিচার ২৫ সেপ্টেম্বর ২০১৫, ১:২৫ অপরাহ্ন
শেয়ার

১.৪ মিলিয়ন ডলারের আংটি দিয়ে প্রোপোজ!


একটি অনুষ্ঠানে টেইলর সুইফট ও কেলভিন হ্যারিস

একটি অনুষ্ঠানে টেইলর সুইফট ও কেলভিন হ্যারিস

মার্কিন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় সংগীতশিল্পী টেইলর সুইফটে প্রোপোজ় করতে চলেছেন স্কটিশ ডিজে তারকা কেলভিন হ্যারিস। অক্টোবরের শেষেই শুভকাজটি সেরে ফেলবেন তিনি। সে জন্য ১.৪ মিলিয়ন মার্কিন ডলারের একটি আংটিও বেছে রেখেছেন তিনি।

সেই আংটি কিনতে গিয়েই সাংবাদিকদের কাছে ধরা পড়ে গিয়েছিলেন হ্যারিস। সেখানেই তিনি জানান, টেইলর তার কাছে খুব স্পেশাল। তাই তার জন্য ১.৪ মিলিয়ন মার্কিন ডলারের আংটি কিনছেন তিনি। টেইলরকে প্রোপোজ়ের ঘটনাটিকেও তিনি বিশেষ মূহূর্ত হিসেবে মনে রাখতে চান। দামটা কোনো ব্যাপারই নয়।