Search
Close this search box.
Search
Close this search box.

খুব সহজেই বন্ধ করুন ফেসবুক ভিডিওর অটো প্লে

লক্ষ্য করেছেন কী সাম্প্রতিক সময়ে ফেসবুকে ঢুকলেই হোমপেজে বিভিন্ন ভিডিও অটো চালু হয়ে যাচ্ছে। যারা আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করেন, তাদের এতে খুশি হওয়ারই কথা। কিন্তু যারা লিমিটেড বা মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন, তারা নিশ্চয়ই বিরক্ত। আর তার ওপর আছে অতিরিক্ত মেগাবাইট পোড়ার অপচয়।

যদি ফেসবুক ভিডিওর অটো প্লে আপনার বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় তবে খুব সহজেই আপনি এই অবস্থা থেকে মুক্তি পেতে পারেন। মাউসের মাত্র তিন ক্লিকেই বন্ধ করতে পারেন ফেসবুক ভিডিওর অটো প্লে।

chardike-ad

তো চলুন দেখে নেয়া যাক কীভাবে মাত্র তিন ক্লিকে এটা বন্ধ করা যায়!

ধাপ ১ঃ সেটিংসে যান। আপনার সুবিধার জন্য ছবিতে হাইলাইট করে দেয়া হলো। (যেখানে ক্লিক করে লগ আউট করেন, ঠিক সেখানেই সেটিংস অবস্থিত)।facebook-videoধাপ ২ঃ বাম দিকে একটি মেনু পাবেন। সেই মেনুর একেবারে নিচে VIDEOS নামে একটা অপশন আছে। এতে ক্লিক করুন।facebook-videoধাপ ৩ঃ এবার দেখবেন AUTO PLAY VIDEOS নামে একটা অপশন আছে, তার ডান দিকে DEFAULT লেখা আছে, ক্লিক করে OFF সিলেক্ট করে দেন।facebook-videoব্যস! বন্ধ হয়ে গেল অটো ভিডিও প্লে।

তবে আপনি কিন্তু এখনও ক্লিক করে ভিডিও দেখতে পারবেন, ঠিক এতদিন যেভাবে দেখছিলেন। অটো ভিডিও প্লে চালু করতে চাইলে একইভাবে তৃতীয় ধাপে গিয়ে অন বাটন ক্লিক করলেই হবে।