Search
Close this search box.
Search
Close this search box.

বিপিএলের ছয় দলের খেলোয়াড় তালিকা

বিপিএলের তৃতীয় আসরের ক্রিকেটারদের প্লেয়ার্স বাই চয়েজ লটারি সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর র‌্যাডিসন হোটেলে অনুষ্ঠিত এই পর্বে  ছয়টি ফ্র্যাঞ্চাইজি গুছিয়ে নিয়েছে তাদের দল।
দেশীয় ১৩০ ক্রিকেটারের মধ্যে ৬৩ জন দল পেয়েছেন। মোট ৪৩ জন বিদেশী ক্রিকেটারকে টেনেছে দলগুলো। যার মধ্যে ১৯ জন বিদেশিকে লটারি পর্ব থেকে নিয়েছে ছয়টি দল।
নতুন বার্তা ডটকম-এর পাঠকদের জন্য ছয় দলের খেলোয়াড় তালিকা নিচে তুলে ধরা হলো।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স
আইকন: মাশরাফি বিন মুর্তজা
দেশী: লিটন কুমার দাস, ইমরুল কায়েস, শুভাগত হোম, সানজামুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল হক, মাহমুদুল হাসান, নাঈম ইসলাম জুনিয়র, আবু হায়দার রনি ও ধীমান ঘোষ।
বিদেশী: শোয়েব মালিক, সুনীল নারিন, আহমেদ শেহজাদ, মারলন স্যামুয়েলস, ড্যারেন স্টিভেন্স, নুয়ান কুলাসেকেরা, আন্দ্রে রাসেল ও লাহিরু থিরিমান্নে।
ঢাকা ডিনামাইটস
আইকন:  নাসির হোসেন
দেশী: মুস্তাফিজুর রহমান, মোশাররফ হোসেন রুবেল, মোসাদ্দেক হোসেন সৈকত, শামসুর রহমান,  সৈকত আলী, ফরহাদ রেজা, নাবিল সামাদ, আবুল হাসান রাজু ও ইরফান শুক্কুর।
বিদেশী: কুমার সাঙ্গাকারা, রায়ান টেন ডেসকাট, মোহাম্মদ ইরফান, ইয়াসির শাহ, নাসির জামশেদ, সোহেল খান, ডেভিড মালান ও শাহজাইব হাসান।
চিটাগং ভাইকিংস
আইকন: তামিম ইকবাল
দেশী: এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, জিয়াউর রহমান, ইলিয়াস সানি, নাঈম ইসলাম, এনামুল হক জুনিয়র, ইয়াসির আলী চৌধুরী, শফিউল ইসলাম, আসিফ আহমেদ রাতুল ও নাফিস ইকবাল খান।
বিদেশী: মোহাম্মদ আমির, চামারা কাপুগেদারা, এলটন চিগুম্বুরা, উমর আকমল, জীবন মেন্ডিস, সাঈদ আজমল ও রবিন পিটারসেন।
বরিশাল বুলস
আইকন: মাহমুদউল্লাহ রিয়াদ
দেশী: সাব্বির রহমান রুম্মান, আল-আমিন হোসেন, সোহাগ গাজী, তাইজুল ইসলাম, শাহরিয়ার নাফিস, মেহেদী মারুফ, নাদিফ চৌধুরী, রনি তালুকদার, শরীফউল্লাহ ও সাজেদুল ইসলাম।
বিদেশী: ক্রিস গেইল, ব্রেন্ডন টেলর, কেভন কুপার, এভিন লুইস, সেকুগে প্রসন্নে, মোহাম্মদ সামি ও ইমাদ ওয়াসিম।
সিলেট সুপার স্টারস
আইকন: মুশফিকুর রহিম
দেশী: রুবেল হোসেন, মুমিনুল হক সৌরভ, আব্দুর রাজ্জাক, নুরুল হাসান সোহান, মো. শহীদ, নাজমুল হোসেন অপু, জুনায়েদ সিদ্দিকী, নাজমুল হোসেন মিলন ও আবু সায়েম চৌধুরী।
বিদেশী: শহীদ আফ্রিদি, রবি বোপারা, ব্র্যাড হজ, অজান্থা মেন্ডিস, ক্রিস জর্ডান, জস কব ও সোহেল তানভীর।
রংপুর রাইডার্স
আইকন: সাকিব আল হাসান
দেশী: সৌম্য সরকার, আরাফাত সানি, মো. মিঠুন, মুক্তার আলী, সাকলাইন সজীব, জহুরুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহি, মুরাদ খান ও রাসেল আল মামুন।
বিদেশী: ড্যারেন স্যামি, থিসেরা পেরেরা, লেন্ডল সিমন্স, সচিত্রা সেনানায়েকে, মোহাম্মদ নবী ও ওয়াহাব রিয়াজ।