Search
Close this search box.
Search
Close this search box.

ছেলের আঁকাআঁকি, বিমানবন্দরে আটকে দিল বাবাকে

chinese-passportসম্প্রতি দক্ষিণ কোরিয়ায় কর্মরত এক চীনা নাগরিক ছুটি কাটাতে নিজ দেশে যাওয়ার ইচ্ছা পোষণ করেন। পরিবার, আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশিদের নিয়ে হৈ হুল্লোড় করে ছুটি কাটানোর জন্যই এই ইচ্ছা। সবকিছু প্রস্তুতও ছিল। কিন্ত বাধ সাধল পাসপোর্ট। ফলে বিমানবন্দরে আটকা পড়লেন তিনি।

কিন্তু কেন তিনি বিমানবন্দরে আটকা পড়লেন? এ সম্পর্কে বুধবার বোর্ডপান্ডা ডটকমের এক প্রতিবেদনে বলা হয়, নিজ দেশ চীনে যাত্রাকালে ব্যক্তিটির পাসপোর্ট গ্রহণ করতে অস্বীকৃতি জানায় দক্ষিণ কোরিয়ার বিমানবন্দরের কর্মকর্তারা। কেন পার্সপোর্ট গ্রহণ করবে না কর্মকর্তারা- এ বলে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই ব্যক্তি। পরক্ষণে কর্মকর্তারা তাকে দেখান, এই পাসপোর্টে অসংখ্য হিজিবিজি দাগ রয়েছে। এ দেখে কপালে চোখ উঠে ব্যক্তির। কারণ পাসপোর্টটি ছিল তার চার বছরের ছেলের কাছে। আর নিশ্চিতভাবে এসব হিজিবিজি দাগ টেনেছে তার ছেলেই। এ সমস্যা সমাধানে তিনি অনেক কাকুতি মিনতি করেন । কিন্তু কেউই তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি। এ যাত্রায় তার আর দেশেও যাওয়া হয়নি।

chardike-ad

চেন নামের এই বাবা ছেলের হিজিবিজি দাগ টানা পাসপোর্টটি সম্প্রতি সামাজিক মাধ্যম উইবোতে পোস্ট করেন। এরপরই এই ঘটনা জানা যায়। তবে এতে মোটেও মন খারাপ হয়নি চেনের। কারণ প্রাপ্ত লম্বা ছুটি তিনি দক্ষিণ কোরিয়াতেই কাটাচ্ছেন এবং তা বেশ উপভোগ করছেন।