মঙ্গলবার । ডিসেম্বর ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক খেলা ২ এপ্রিল ২০১২, ১:৪৯ পূর্বাহ্ন
শেয়ার

আইপিএল হোক সাকিব তামিমের


ডেস্ক রিপোর্টঃ সাকিব কলকাতার হয়ে গতবার খেললেও তামিমের আইপিএলে খেলা এই প্রথম। বিপিএল এবং এশিয়া কাপের দুই সেরা খেলোয়াড়কে ছাড়া আইপিএল কেমন যেন বেমানানই লাগছিল। তাই আইপিএলে তামিমের খেলাটা যতটাই না তামিমের জন্য গুরুত্বপুর্ন তার চেয়েও আইপিএলের জন্য গুরুত্বপুর্ন মনে হচ্ছিল। বাংলাদেশি দর্শকরা অন্য খেলা গুলো না দেখলেও সাকিব তামিমের জন্য কলকাতা আর পুনের খেলা দেখার জন্য সময় বের করার চেষ্টা করবেন এটা নিশ্চিত। দুইজনের কাছে প্রত্যাশাও অনেক বেশি দুই দলের। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের কাছে কেকেআর এবার গতবারের চেয়ে ভাল কিছু আশা করে। সাকিব এশিয়া কাপের নৈপুন্ন্য ধরে রাখতে পারলে কেকেআরের অন্যতম তুরুপের তাস হবেন এতে কোন সন্দেহ নেই। তামিমকে দিয়েই ব্যাটিং ওপেন করাবেন এমন পরিকল্পনা নিয়েই তৈরী পুনে ওয়ারিয়র্স। তামিমের এশিয়া কাপের টানা চার হাফ সেঞ্চুরি পুনের দর্শকদের কিছুটা হলে ও নিশ্চিন্ত রাখবে। বাকীটা তামিমকেই করে দেখাতে মাঠে।
তামিম সাকিব মাঠেই প্রমান করবেন বিশ্বের যেকোন দলের জন্য কতটা ভয়ংকর হতে পারেন তারা এমনই প্রত্যাশা দর্শকদের।