শনিবার । জুন ২১, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ১৭ নভেম্বর ২০১৫, ১২:২০ অপরাহ্ন
শেয়ার

মৃত ব্যক্তির ৭ বছরের জেল!


indian-courtধর্ষণের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ২০০৬ সালের এ ঘটনায় করা মামলায় ভারতের সুপ্রিম রায় দেয় চলতি বছরের এপ্রিল মাসে। তাতে সাত বছরের কারাদণ্ড দেয়া হয় তাকে। কিন্তু তিনি সাজা কাটাবে কিভাবেন? তিন বছর আগেই যে মৃত্যু হয়েছে তার!

রায়ের সাত মাস পর সুপ্রিম কোর্ট গতকাল সোমবার ভুল বুঝতে পারে এবং ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে।

টাইমস অব ইন্ডিয়া এই খবর প্রকাশ করেছে। তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

খবরে বলা হয়, ১০ এপ্রিল আদালতের রায়ের পর পুলিশ আসামিকে আটক করতে গ্রামের বাড়িতে অভিযান চালায়। সেখানে জানতে পারে, তিন বছর আগে, ২০১২ সালে মারা গেছেন তিনি।

২০০৬ সালে এক দলিত মেয়েকে ধর্ষণের অভিযোগ ছিল ওই ব্যক্তির বিরুদ্ধে। মুক ও বধির ওই আসামি তিন বছর আগেই তার আপন ভাইয়ের হাতে খুন হয়েছেন। পুলিশ ছত্তিশগড় হাইকোর্টে ওই ব্যক্তির ডেথ সার্টিফিকেট ও তার স্ত্রীর দায়ের করা এফআইআর পেশ করে। পরে ছত্তিশগড় হাইকোর্ট এই রিপোর্ট সুপ্রিম কোর্টে পাঠায়। রিপোর্ট পাওয়ার পর বিচারপতি পি সি ঘোষ ও আর কে আগারওয়ালের বেঞ্চ ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা প্রত্যাহার করেন।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া