Search
Close this search box.
Search
Close this search box.

পানিতে আগুন ধরিয়ে দেয় যে ক্ষেপণাস্ত্র!

rocket-stallion-missileরকেট স্টেল্লিয়ন এক বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র যা সাগরের পানিতে আগুন ধরিয়ে দেয়। পানির নিচ থেকে নিক্ষেপ করা এই রকেট আকাশে উঠে তা ব্যাপক ধোঁয়ার সৃষ্টি করে। এবং একই সাথে সাগরের পানিতে আগুন ধরে যায়। মাত্র কিছুদিন আগে রাশিয়ান সেনাবাহিনী এটির সফল পরীক্ষা চালিয়েছে।

রকেট স্টেল্লিয়ন হচ্ছে এক ধরনের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। সামরিক জোট ন্যাটো এই ক্ষেপণাস্ত্রের জন্য স্টেল্লিয়ন নামটি ব্যবহার করা শুরু করে। এর অর্থ হচ্ছে মদ্দা ঘোড়া।

chardike-ad

সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রকৌশলীরা ১৯৮০ সালের প্রথম দিকে সর্বপ্রথম আরপিকে-৬ ভোদোপাদ নামে এই ক্ষেপণাস্ত্রটি আবিষ্কার করেন। পরবর্তীতে সংস্কার করার পর এটির নাম রাখা হয় আরপিকে-৭ ভেটার। বর্তমানে এই ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক অস্ত্রসহ ১০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে দূরের যেকোনো লক্ষ্যবস্তুর ওপর আঘাত হানতে পারে।