Search
Close this search box.
Search
Close this search box.

ফেসবুক খুলবে কবে?

facebookনিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে বুধবার থেকে সাময়িক বন্ধ রয়েছে ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম। অনেকে সরকারের এ সিদ্ধান্তকে সহজভাবে নিতে পারেননি।

তবে এখন প্রশ্ন- ফেসবুক চালু হবে কবে? এ বিষয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে, তারা স্পষ্ট করে কিছু বলেননি। বিটিআরসির একটি সূত্র অবশ্য বলছে, তিন থেকে চার দিনের মধ্যে ফেসবুক আবার চালু হতে পারে। তবে পরিস্থিত বুঝে প্রয়োজনে আবারো তা বন্ধ করা হবে। আর ভাইবার, ম্যাসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ বন্ধ থাকতে পারে দীর্ঘদিন।

chardike-ad

সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যে তরুণরাই বেশি। তারা অনেকেই এখন সেবাটি চালুর জন্য অপেক্ষা করছেন। যেমন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাজমুল আলম বলেন, ‘নিরাপত্তার জন্য ফেসবুক সাময়িক বন্ধ হতেই পারে। কারণ দেশের নিরাপত্তা সবার আগে। কিন্তু কবে আবার এটি চালু হবে-সেটা জানতে পারলে ভালো হতো।’

প্রতিমা রাণী নামে আরেক ফেসবুক ব্যবহারকারী বলেন, ‘বন্ধুদের ফেসবুকে মিস করছি। তারপরও ফেসবুক বন্ধ হলে যদি দেশের ভালো হয় তো হোক। কিন্তু এটি আবার চালু হবে কবে?’

এ বিষয়ে বিটিআরসির কর্মকর্তারা বলেন, সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনা অনুসারে ফেসবুক বন্ধ করা হয়েছে। ওই পর্যায় থেকে নতুন নির্দেশনা না এলে ফেসবুক চালু হবে না। তবে তিন চার দিনের মধ্যে ফেসবুক খুলে দেওয়া হতে পারে।

এ দিকে, বিকল্প প্রযুক্তি ব্যবহার করে অনেকে ফেসবুক ব্যবহার করছেন। আবার অনেক এলাকায় স্বাভাবিকভাবেই ফেসবুক পাওয়া যাচ্ছে।

এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, ‘বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান ইন্টারনেট সেবা দিচ্ছে। এ কারণে সব নেটওয়ার্কে ফেসবুক, ভাইবারসহ অন্যান্য অ্যাপস বন্ধ করতে সময় লাগছে। তবে বুধবার ৯০ শতাংশ নেটওয়ার্কে বন্ধ করা সম্ভব হয়েছে। শিগগিরই বাকী নেটওয়ার্কে ওইসব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ হবে।’