Search
Close this search box.
Search
Close this search box.

সৌদিপ্রবাসীদের কাছে এখনো ৩ লাখ হাতে লেখা পাসপোর্ট

bangladesh-passportআন্তর্জাতিক সিভিল এভিয়েশন অ্যাসোসিয়েশন অর্গানাইজেশনের (আইসিএও) সিদ্ধান্ত অনুযায়ী আজ মঙ্গলবার থেকে হাতে লেখা পাসপোর্ট ব্যবহার করে আন্তর্জাতিক ভ্রমণ করা যাবে না। সে অনুযায়ী আজ থেকে হাতে লেখা পাসপোর্ট অচল।

দূতাবাসের তথ্য অনুযায়ী, এখনো সৌদি আরবে ৩ লাখ বাংলাদেশির কাছে হাতে লেখা পাসপোর্ট রয়েছে। এ ব্যাপারে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ রাইজিংবিডিকে বলেন, ‘এখনো অনেকে মেশিন রিডেবল পাসপোর্টের জন্য দূতাবাসে আসেননি। দূতাবাস কর্মকর্তারা মেশিন রিডেবল পাসপোর্ট প্রদানের জন্য প্রস্তুত। তবে কেউ না এলে তো আমাদের করার কিছু নেই।’

chardike-ad

হাতে লেখা পাসপোর্টধারী যারা ছুটিতে বাংলাদেশে অবস্থান করছেন, তাদের ক্ষেত্রে করণীয় কী- এমন প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, অবশ্যই তাকে মেশিন রিডেবল পাসপোর্ট বানিয়ে তারপর সৌদি আরবে আসতে হবে।

সৌদি আরবে যেসব বাংলাদেশি এখনো মেশিন রিডেবল পাসপোর্ট করেননি, তাদের দ্রুত পাসপোর্ট করার আহ্বান জানান রাষ্ট্রদূত।