বুধবার । জুলাই ১৬, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক আন্তর্জাতিক ২৮ নভেম্বর ২০১৫, ১০:০৩ পূর্বাহ্ন
শেয়ার

নাইজেরিয়ায় শিয়া মিছিলে আত্মঘাতী হামলা, নিহত ২১


jakiaনাইজেরিয়ার কানো প্রদেশে শিয়া সম্প্রদায়ের একটি মিছিলে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছে বলে জানায় ঘটনার প্রত্যক্ষদর্শী এবং আয়োজক সংস্থা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রাদেশিক রাজধানী থেকে দক্ষিণে প্রায় ২০ কিলোমিটার দূরে ডাকাসোয়া গ্রামে এ নৃশংস হামলা চালানো হয়।

এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে জানায়, মিছিল থেকে বোমাসহ একজনকে আটক করার পর এ হামলার ঘটনা ঘটে।

মুসলিম আন্দোলনের এক নেতা মোহাম্মদ তুরী জানান, এ হামলায় আমরা ২১ জনকে হারিয়েছি ও আরোও ‍অনেকে আহত হয়েছে।

পুলিশ বলেছে কারা এ হামলা চালিয়েছে তা জানা যায়নি, তবে বোকো হারাম এ হামলা চালিয়েছে বলে দাবি করে মিছিলের আয়োজকরা।