Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশিয়ায় ১৫ বাংলাদেশি গ্রেফতার

malaysia-bangladeshiমালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থানের অভিযোগে ৮৯ বিদেশিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ১৫ জন বাংলাদেশী। মঙ্গলবার কেদাহ প্রদেশের একটি প্লাইউড কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে মালয়েশিয়ার দ্য স্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে।

কেদাহ অভিবাসন বিভাগের পরিচালক মোহাম্মদ ইউসরি হাশিম বলেন, ধারণা করা হচ্ছে, ওই কারখানায় চীনে তৈরি প্লাইউড প্রক্রিয়াজাতকরণ যন্ত্র সারাই করতে তাদের কারিগর হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। এই বিদেশিদের আশ্রয় দেয়ার অভিযোগে এক মালয়েশিয়কেও আটক করা হয়েছে বলে জানান ইউসরি।

chardike-ad

তাদের মধ্যে বাংলাদেশ ছাড়া আরো সাতটি দেশের নাগরিক রয়েছেন, যাদের ২৬ জন নেপালি, ২১ জন ইন্দোনেশীয়, ২১ জন ভিয়েতনামি, দুজন চীনা, দুজন পাকিস্তানি, একজন কম্বোডীয় ও একজন মিয়ানমারের নাগরিক।

এর আগে ২৭ নভেম্বর একই প্রদেশের ভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ৪০ বাংলাদেশীকে আটক করে অভিবাসন বিভাগ।