amir-khanআবারো আমিরকে কটাক্ষ করলেন অনুপম খের। শনিবার মিঃ পারফেক্টশনিস্টকে উদ্দেশ্য করে বলিউডের এই প্রবীণ অভিনেতা বলেন, ‘‘আমি তাকে সম্মান করি। তবুও বলতে বাধ্য হচ্ছি, সব বিষয়ে মতামত জাহির করাটা আমিরের স্বভাবে পরিণত হয়েছে।’’

অনুপম খের বলেন, ‘‘আমার কাউকে নিয়ে কোনো সমস্যা নেই। সবাই আমার বন্ধু। আমিরও আমার বন্ধুস্থানীয়। দিল, দিল হ্যায় কি মানতা নেহি-র মতো আমরা একসাথে অনেক ছবি করেছি। কিন্তু সেই সময় তিনি আমির খান হয়ে ওঠেনি। এর অনেক বছর পর তিনি আমির খান হয়েছেন। তিনি মনে করছেন, সব বিষয়ে মন্তব্য করা উচিত।’’

chardike-ad

উল্লেখ্য, কয়েকদিন আগেই অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলেছিলেন আমির খান। একটি অনুষ্ঠানে আমির বলেন, বর্তমান পরিস্থিতি দেখে এদেশে থাকতে ভয় পাচ্ছে তার পরিবার। বিশেষ করে নিজেদের সন্তানকে নিয়ে চিন্তিত তার স্ত্রী কিরণ রাও। এরপরই আমিরকে নিয়ে সমালোচনায় বিদ্ধ করেন অনুপম খের।