shahrukhজন্মের পর থেকেই সে ‘টক অফ দ্য টাউন’। তার নাম আব্রাম খান। বলিউড বাদশাহ শাহরুখ খানের এই ছোট ছেলেকে নিয়ে সবার উৎসাহ বরাবরই অনেকটা বেশি।

আব্রামের সম্বন্ধে সম্প্রতি জানা গেছে এক মজাদার তথ্য। সাধারণত বাবা-মায়েরা ছেলেমেয়েদের আদর করে বিভিন্ন মজাদার নামে ডাকেন। কিন্তু আব্রাম শাহরুখের একটা মজার নাম দিয়েছে। কী বলে ডাকে জানেন সে বাবাকে? না! সে আব্বা বা ড্যাডির মতো পরিচিত নামে ডাকে না। আব্রাম শাহরুখকে ডাকে ‘সগ্গু’ বলে। আর এই গোপন তথ্য শেয়ার করেছেন শাহরুখ নিজেই। তবে কেন আব্রাম তাকে এই অদ্ভুত নামে ডাকে সে রহস্যের সমাধান করেননি তিনি।

chardike-ad

সম্প্রতি দিলওয়ালের প্রচারে লন্ডনে গিয়েছিলেন এসআরকে। আর সেখানে গোটা একটা দিন ছোট্ট আব্রামের সঙ্গে এনজয় করেছেন তিনি।
টুইটারে শাহরুখ লিখেছেন, ‘লন্ডন সবসময়ই সুন্দর। এখানকার মানুষেরা আমাকে খুব ভালোবাসেন। আর এখানে আব্রামের সঙ্গে গোটা একটা দিন কাটাতে পেরে আমার দারুণ লাগছে।’