raniচিকিত্সকরা জানিয়েছেন তেমন কোনও শারীরিক জটিলতা নেই। তবু বাড়িতে থাকতে চাইছেন না রানি। কেন? আর মাত্র দু’মাস বাকি। তারপরই কোল আলো করে আসবে প্রথম সন্তান। তাই এই ক’দিন বাড়ির থেকে হাসপাতালেই নির্বিঘ্নে, একান্তে কাটাতে চাইছেন তিনি।

কী এমন হল যাতে বাড়ির থেকে হাসপাতালই বেশি ভাল লাগছে রানির? শোনা যাচ্ছে নতুন অতিথির জন্য নাকি নতুন সাজে সেজে উঠছে চোপড়া বাড়ি। তাই ধুলো-ময়লার মধ্যে আর ঝুট ঝামেলা পোহাতে চাইছেন না রানি। মুম্বইয়ের খার এলাকার হিন্দুজা হাসপাতালেই তাই আপাতত থাকছেন তিনি। কবে হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন সে বিষয়ে এখনও জানা যায়নি কিছু। এর আগে দিওয়ালি পার্টির ধকল সহ্য না করতে পেরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রানি।

chardike-ad

আগামী বছরের জানুয়ারিতেই পৃথিবীতে আসতে চলেছে রানি-আদিত্যর প্রথম সন্তান।